আহমেদুর রহমান আজমী’র ১০তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করে গণফোরাম

0
67

নিজস্ব প্রতিনিধি:মাওলানা আহমেদুর রহমান আজমী’র আজ ১০তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ভাষা সৈনিক, কৃষক আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধের সংগঠক ও গণফোরাম প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।আগামীকাল ১৮ই ফেব্রুয়ারি চট্টগ্রামের মীরস্বরাই উপজেলার দেওখালা গ্রামে তার নিজ বাড়ীতে তার স্মরণে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতীতে বলেন- আহমেদুর রহমান আজমী ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক।

সারাজীবন মানুষের কল্যাণে, অধিকার আদায়ে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছেন। আজমী ভাই একটা গণমানুষের দল প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণফোরাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাকে হারানো ছিলো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে