সংবাদ বিজ্ঞপ্তিঃ শনিবার স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় সহ আর্থিক প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী মা স্বরসতীর পূজা। সারা দেশের ন্যায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। শনিবার (৫.২.২০২২) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রথমবারের মত জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজারম্ভ সকাল ৭.৩০ ঘটিকায়। অঞ্জলী প্রদান সকাল ১০.০০ ঘটিকায় অঞ্জলী শেষে প্রসাদ বিতরণ। পূজায় সনাতনীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুভাষ চন্দ বাদল আহবায়ক ও সদস্য সচিব হরলাল রায় সাগর।