নিজস্ব প্রতিনিধি:-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে যেসব মানবিক ব্যক্তি মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছেন সাহায্য করেছেন স্মরনার্থীদের অনুদান দিয়েছেন এই মহান ব্যক্তিরা হলেন আমেরিকান সিনেটর এডওয়ার্ড টেড কেনেডি, সাংবাদিক সায়মন ড্রিং, শিল্পী রবি শঙ্কর ও কন্ঠ শিল্পী জজ হেরিসন এই চারজনকে স্মরণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে। ২৬ জানুয়ারী ২০২২ বুধবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তন, ঢাকা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক রাষ্ট্রদুত হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন- বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ খবরের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া, এশিয়ান এইচ এর বার্তা সম্পাদক সুজন মিয়া, পিপলস ডেমোক্রেটিভ পার্টির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, কনজারগেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, নারী নেত্রী এলিজা রহমান, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রধান অতিথির ভাসনে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন- বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় যারা মানবতায় বিশ্বাস করে মানবিক মূল্যবোধে বিশ্বাস করে। মানবজাতির উন্নয়নে বিশ্বাস করে তারাই ১৯৭১ সালে বাংলাদেশকে সমর্থন দিয়েছে, সাহায্য দিয়েছে তাদের মাঝে অন্যতম আমেরিকার সিনেটর এডওয়ার্ড টেড কেনেডি, সাংবাদিক সায়মন ড্রিং, শিল্পী রবি শঙ্কর ও কন্ঠ শিল্পী জজ হেরিসন।

আমরা তাদের কাছে চির ঋনী ও কৃতজ্ঞ। যেই মানবিক মূল্যবোধের জন্য তারা বাংলাদেশ কে সাহায্য সহযোগিতা করেছিলেন তা আমরা মনে প্রাণে ধারণ করি। সাথে সাথে বলতে চাই ১৯৭১ সালে যারা পাকিস্তানের সাথে একাকার হয়ে বাংলাদেশের বিরোধীতা করেছিলেন ৩০ লক্ষ লোকদের হত্যা করেছিলেন প্রায় ৫ লক্ষ মা-বোনের সম্ভ্রম হানি করেছিলেন সাধারণ মানুষের বাড়িঘর লুট করেছিলেন সেই দেশটি হল চীন। বর্তমানে কোভিড-১৯ যখন বিশ্বকে ঘ্রাস করেছে সেই মুর্হুতে চীন তার পন্যের দাম ৫০ থেকে ১০০ গুন বৃদ্ধি করেছে। তাই আমরা বলব চীন মানবতার শত্রু। চীনকে প্রতিহত করুন। বিশ্বের মানবিক দেশগুলোর কাছে আজকের এই সভা থেকে আমাদের আহ্বান মানবতার পক্ষে আপনারা যেই ভাবে অতীতে কাজ করেছেন গণতন্ত্রের পক্ষে আইনের শাসনের পক্ষে এবং সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তারা আবার এই কোভিড-১৯ এর সময় উন্নয়নশীল দেশের পক্ষে থাকুন তাদেরকে সাহায্য করুন।

লায়ন গণি মিয়া বাবুল বলেন- মুক্তিযুদ্ধে সমর্থন ও সাহায্য করার জন্য আমরা সিনেটর এডওয়ার্ড টেড কেনেডি, সাংবাদিক সায়মন ড্রিং, শিল্পী রবি শঙ্কর ও কন্ঠ শিল্পী জজ হেরিসন এই চারজনের কাছে ঋণী। আমাদের বাঙালি জাতির উচিত প্রতিবছরই বিজয় দিবসে তাদেরকে স্মরণ করব এবং তাদের মানবিক মূল্যবোধকে বাঙালি জাতিকেও স্মরণ করার জন্য বলব। আসুন আমরা সবাই যেভাবে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই একই ভাবে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই দেশের উন্নয়ন করি খুদা দারিদ্রমুক্ত দেশ গড়ি। আর এটি করতে পারলেই মহান ব্যক্তিদের প্রতি আমাদের সম্মান প্রদর্শিত হবে।আজিজুল ইসলাম ভুইয়া বলেন- মুক্তিযুদ্ধের সময় মহান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী ও আমেরিকান সিনেটর এডওয়ার্ড টেড কেনেডি যেভাবে বাংলাদেশকে সমর্থন দিয়েছে সাহায্য করেছে তা বিশ্বে বিরল উদাহরন। আমরা এই দুই মহান ব্যক্তিকে চীরদিন স্মরণ করব এবং যতদিন বাঙালিদের বাংলাদেশ থাকবে ততদিন আমরা তাদেরকে লালন পালন করব এবং তাদের আদর্শকে ধারণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *