নিজস্ব প্রতিনিধি:-২০ দলীয় জোটের শীর্ষ নেতা, জাগপা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর বলেন, দেশ এখন ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র, গণতন্ত্র হুমকিসহ জনগন নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিবেশী ভারতের অব্যাহত আগ্রাসনের কারণে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিনতির দিকে ধাবিত হচ্ছে।শুক্রবার (৭ জানুয়ারি) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে “৭ জানুয়ারী শহীদ ফেলানী দিবস স্মরণে” জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সীমান্তে ফেলানীর লাশ ঝুলিয়ে রাখা মানে হলো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা। ক্ষমতার প্রতিযোগিতায় আজ দেশের রাজনৈতিক শক্তি-ব্যাক্তি-গোষ্টি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না।

তিনি কুড়িগ্রামে ফুলবাড়ী সীমান্তে বিনা উস্কানীতে বিএসএফ কর্তৃক বাবার সামনে কন্যাকে শিশু ফেলানীকে হত্যা-সহ সারা বছর সীমান্তে ভারতীয় বিএসএফ‘র নিরীহ বাংলাদেশীদের হত্যার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ঘটনা ভারতের আগ্রাসী চরিত্র ও সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিচয় বহন করে।সভায় আরো আলোচনায় অংশগ্রহন করেন জাগপা যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, যুব জাগপা সভাপতি মীর আমীর হোসেন আমু, মো. দুলাল হোসেন, বিল্লাল হোসেন রাজু, এম আজিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *