ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালের নতুন স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান

0
335

 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল আলম টানা ৫৯ বছরের চাকরি করে নিয়মমাফিক অবসরে গেছেন। চাকরি জীবনের অনেকাংশ সময় তিনি চিকিৎসাসেবা দিয়েছেন ফেঞ্চুগঞ্জসহ আশপাশ থানা এলাকার মানুষকে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ১লা নভেম্বর তিনি অবসরে যান ।

তার স্থলাভিষিক্ত হয়েছেন ডা. কামরুজ্জামান। তিনি দীর্ঘদিন থেকে উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। গত কয়েক দিন আগে ৫১শয্যায় উন্নীত হওয়ায় এই হাসপাতালের ইনডোর কার্যক্রম উদবোধন করেন স্থানীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
নতুন ইনডোর কার্যক্রমের সাথে নতুন টিএইচও (স্বাস্থ্য কর্মকর্তা) পেলো ফেঞ্চুগঞ্জ। এখন আরো ভাল স্বাস্থ্য সেবাই পাওয়াই মানুষের প্রত্যাশা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে